অপ্সরী ভালো নাম বিলকিস খাতুন। তবে তার পছন্দের ডাকনাম অপ্সরী। বেগম মারজানা মহিলা কলেজে পড়ে। সাইকেলে ঘুরে বেড়ায় সারা শহর। রোদে পোড়া লালচে চুল আর বিরল নীলচে চোখ। উচ্চতায় খাটো কিন্তু স্বর্গের অপ্সরীর মতোই সুন্দরী। মার্শাল আর্টে এত পটু মে কাউকে ভয় পায় না। এমনিতে ঠান্ডা। সহজ-সরল, হাবা-গোবা, হাসে বেশি। কিন্তু অন্যায় দেখলেই দাবাগ্নি! মাইর একটাও মাটিতে পড়বে না! একে তো রূপের দেমাগ, তার ওপর মার্শাল আর্টের অহংকার। মেয়েরাও যদি কোনো অন্যায় করে, ও ছাড়বে না। এসব কারণে ক্লাসের কিছু মেয়ে তাকে দেখতে পারে না। তাসফিয়া, অ্যাঞ্জেল পৃথা আর ফারজানা সবসময় তার পেছনে লেগে থাকে। ঝগড়া হয়, মারামারি হয়, আবার মিলমিশও হয়ে যায়। কখনো আবার সাথে থাকে কলেজ গ্রাউন্ডের সব্বার চারপেয়ে বেস্ট ফ্রেন্ড পুতুন। । এই এক দল আধপাগলি, ছেলেমানুষিতে ভরা মেয়েদের হাসির গল্প নিয়েই সম্পূর্ণ মেয়েদের কমিক্স অপ্সরী।
Writer: Touhidul Iqbal Sampad
Artist: Touhidul Iqbal Sampad
Cover: Touhidul Iqbal Sampad
Page: 48
Publish: 2024
Publisher: Panjeri Publications
Rated for Teens