fbpx

About Latim

লাটিম কমিক্স বাংলাদেশে কমিক্স জগতের একটু নতুন সংযোজন। বাংলাদেশে দেশী বিদেশি কমিকস সংগ্রহের জন্য বিভিন্ন বুকস্টোরঅনলাইন স্টোর ও কমিকস প্রকাশকদের আউটলেটের সাথে যোগাযোগ রক্ষা বা কেনাকাটা করতে হয়এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের সাথে কমিকস এর প্রাপ্যতা নিশ্চিত করা কঠিন হয়ে পরে পাঠকদের জন্য এক জায়গায় সকল কমিক্স, গ্রাফিক্স নভেল, সাময়িকী পাওয়া যায়, পাঠক-সংগ্রাহকদের জন্য এমন একটি সুবিধা নিয়ে আসতেই লাটিম কমিক্সের এই যাত্রা।  

নতুন কমিক্স পড়া, সংগ্রহ করা, নতুন পুরোনো কমিক্স নিয়ে আলোচনা, বিনিময়, দেশ বিদেশের কমিক্সের প্রচারণা, প্রকাশনা, কমিক্স সংশ্লিষ্ট সকল কিছুর সাথে জড়িত থাকবে লাটিম কমিক্স। এছাড়া কমিক্স ক্রেতাদের কাছে যথাসম্ভব সুলভে সযত্নে সকল প্রকার কমিক্স পৌছে দেয়ার জন্যও কাজ করবে লাটিম কমিক্স। তাই একজন নতুন কমিক্স পাঠক হন অথবা পুরোনো, লাটিম কমিক্সের সাথে থাকুন আর কমিক্স পড়তে থাকুন। 

Founder

N. A. Zamsad

একজন উৎসাহী  কমিক্স পাঠক ও একনিষ্ঠ সংগ্রাহক। দেশে কমিক্স শিল্পের প্রবৃদ্ধি ও কমিক্স পাঠকের বিস্তারের আগ্রহ থেকেই তার লাটিম কমিক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া প্রযুক্তি পণ্য ও নতুন উদ্যোগের সাথে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকেই এই অনলাইন স্টোর স্থাপনের আত্নবিশ্বাস লাভলাটিম কমিক্সের মাধ্যমে সাহিত্যর এই মধ্যমটি শিশুকিশোরতরুণঅভিজ্ঞ সকলের নিকট কমিক্স পাঠের আনন্দ ও অভিজ্ঞতা পৌছে দেয়ার জন্যই পেশায় তথ্য প্রযুক্তিবিদ জামসেদের লাটিম কমিক্সের উদ্যোক্তা হিসেবে আবির্ভাব।  

Advisor

Syed Rashad Imam Tanmoy

দেশের সনামধন্য কমিক্স লেখক, কার্টুন আঁকিয়ে ও ‘কার্টুন পিপল’ এর কর্ণধার ও উন্মাদ পত্রিকার সহযোগী সম্পাদক। বর্তমানকালের কমিক্স ও কার্টুন শিল্প চর্চা আন্দোলনের একজন অন্যতম পুরোধা, বহু নতুন কার্টুনিস্টদের পথপ্রদর্শক তন্ময়। ‘মুজিব’ গ্রাফিক নভেল সিরিজ, রুস্তম পালোয়ান, ন ডরাই, ব্যাকবেঞ্চারস ক্লাব ইত্যাদি কমিক্সের লেখক ও আঁকিয়ে তন্ময় ‘লাটিম কমিক্স’ এর প্রতিষ্ঠা পরিকল্পনা থেকেই তার দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা  ও একনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে লাটিম কমিক্স কে সমৃদ্ধ করে চলেছে। 

Shopping Cart