এক অজানা,
অচেনা গ্রহের আবির্ভাব হলো একটা ওয়ার্মহোলের ভেতর থেকে।
আবিষ্কারক বিজ্ঞানী ড. ওগুরো সেটার নাম রাখলেন নিজের মেয়ের নামে; রেমিনা। তার এই আবিষ্কার আর নামকরণের ফলে তার মেয়ে রেমিনা রাতারাতি বিনোদন জগতের তারকা বনে গেল। যা হোক, আচমকাই গ্রহটা শুরু করে অদ্ভুত আচরণ। সেটার কক্ষপথে থাকা সকল নক্ষত্ররা হতে থাকে ধ্বংস। একসময় রেমিনা গ্রহ ধেয়ে আসতে থাকে পৃথিবীর দিকে। পৃথিবীর প্রলয় হয়ে এগিয়ে আসতে থাকে সেটি। সেই মেয়ে রেমিনার কারণেই কী ওই প্রলয় ঘনিয়ে আসছে পৃথিবীর দিকে? জুঞ্জি ইতোর এই মাস্টারওয়ার্ক হররে উন্মোচন হবে এক পরলৌকিক জাগতের এক ভয়ংকর রহস্যের।
Writer: Junji Ito
Translation: Ahmed Saad
Art: Junji Ito
Cover: Porag Wahid
Page: 255
Publish 2025
Publisher: Sofa Prokashoni
Rated for Teen+