রুস্তম যেদিন বাকরখানির লোভে গামা পালোয়ানকে প্রতিযোগিতায় আছাড় মেরে হারিয়ে দিয়েছিল, সেদিন সে তার নানাজান এর বিশ্বাস হারিয়েছিল। কারন সে নিজের অজান্তেই সোনাপুর গ্রামের এক শপথ ভংগ করেছিল।
কি শপথ? অনেক কাল আগে সোনাপুর গ্রামবাসী এক ভয়ানক ডাইনীর সাথে চুক্তি করেছিল যে, কৃষিকাজ ছেড়ে তারা আর কখনো কোনো অস্ত্র হাতে তুলে নিবে না। এবং করবে না কোন ধরনের পালোয়ানগিরি। তার বদলে ডাইনীও আর হানা দেবেনা তাদের গ্রামে।
কিন্তু যেই না রুস্তম পালোয়ানগিরি ধরলো, ব্যাস! আর যায় কোথায়! প্রাচীন শপথ ভংগ হওয়ায় গ্রামের মানুষের ওপর নেমে আসলো সেই ডাইনীর অভিশাপ।
ডাইনীকে খুঁজে বের করার এই অভিজানে রুস্তমের সাথে সঙ্গী হলো ছোট্ট এক কোলা ব্যাং, নাম যার ঘ্যাং! ঘ্যাং- এর মতো তোমরাও যদি রুস্তমের সাথে এই ‘সাত সমুদ্র তের নদী’ পারের অভিযানের সঙ্গী হতে চাও, তাহলে আর দেরি কেন?
Writer: Rashad Imam Tonmoy
Artisr: Rashad Imam Tonmoy
Cover: Rashad Imam Tonmoy
Series: Rustom Palwan
Page: 64
Publish: 2024
Publisher: Cartoon People Comics
Rated for Everyone